বসে নেই মিম
গত বছরই বাংলার প্রতিবেশি রাজ্য বিহারে ওয়েসির দল সীমাঞ্চল অঞ্চলের ২০ টি আসনের মধ্যে ৫ টিতে জিতেছিল। অধিকাংশ মুসলিম ভোট তাদের পক্ষে গিয়েছিল। বিহারেরই গা লাগোয়া মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এবং কোচবিহার, আলিপুরদুয়ার, বীরভূম, ও নদিয়া জেলার কয়েকটি আসনকেই বেশ কিছুদিন ধরে পাখির চোখ করেছে এইআইমিম, এমনটাই জানা গিয়েছে। প্রার্থী ঘোষণা না করা হলেও অনলাইনে এবং অফলাইনে সদস্য সংগ্রহ থেকে শুরু করে ঘরে ঘরে প্রচারও চালানো হচ্ছে।