আগামী ২১ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন, একনজরে দেখে নিন তারকা প্রার্থীদের

আগামী ২১ অক্টোবর একদফায় মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। ভোট দেবেন ৮.৯ কোটি জনতা। রাজ্যের ২৮৯টি আসনের মধ্যে ভোট হবে ২৮৮টি আসনে। ভোটকেন্দ্রের সংখ্যা ৯৫,৪৭২। বর্তমানে মহারাষ্ট্রে ক্ষমতায় রয়েছে বিজেপি - শিবসেনা জোট। এবারও জোট করেই ভোটে দাঁড়িয়েছে দুই দল। সেই তুলনায় অনেকটাই দুর্বল কংগ্রেস শিবির। একনজরে দেখে নেওয়া যাক মহারাষ্ট্র নির্বাচনের তারকা প্রার্থীদের।

debojyoti AN | Published : Oct 15, 2019 12:32 PM IST
16
আগামী ২১ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন, একনজরে দেখে নিন তারকা প্রার্থীদের
দেবেন্দ্র ফড়নবিশ: গত বিধানসভা নির্বাচনের পর ৫ বছর মুখ্যমন্ত্রীর দায়িতস্ব সামলেছেন দেবেন্দ্র ফড়নবিশ। এবারও বিজেপির জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। নাগপুর দক্ষিণ-পশ্চিম আসন থেকে এবার ভোটে লড়ছেন ফড়নবিশ।
26
আদিত্য ঠাকরে: এবারের নির্বাচনে মুম্বইয়ের ওরলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য। এই প্রথম শিবসেনার প্রার্থী হলেন ঠাকরে পরিবারের কোনও সদস্য। ভোটের হাওয়া ওঠার সময় থেকেই আদিত্যকে মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরেছিল শিবসেনা।
36
অশোক চহ্বান: ভোটের ময়দানে রয়েছে কংগ্রেসও। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বনকে ভোকার কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে।
46
বালাসাহেব থোরাট: মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান বিজয় ওরফে বালাসাহেব থোরাট প্রার্থী হয়েছেন সঙ্গমনার আসন থেকে।
56
অজিত পওয়ার: প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসিপি প্রার্থী অজিত পাওয়ার লড়ছেন বারামতী থেকে।
66
ধনঞ্জয় মুণ্ডে: পারলি থেকে ভোটে লড়ছেন বিরোধী দলনেতা ধনঞ্জয় মুণ্ডে।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos