১৮ জুন বৃহস্পতিবার রাতে রাশি পরিবর্তন করতে চলেছে মঙ্গল। এদিনে এই গ্রহ কুম্ভ থেকে বেড়িয়ে মীন রাশিতে প্রবেশ করবে। মঙ্গল হল সূর্য থেকে দূরত্বের হিসাবে চতুর্থ তথা বুধের পরেই সৌরজগতের দ্বিতীয়-ক্ষুদ্রতম গ্রহ। বাংলা সহ বিভিন্ন ভারতীয় ভাষায় এই গ্রহটি এক হিন্দু গ্রহদেবতার নামাঙ্কিত। ইংরেজি মার্স নামটি এসেছে রোমান পুরাণের যুদ্ধদেবতা মার্সের নামানুসারে। জ্যোতিষশাস্ত্রের মতে, মঙ্গলের এই রাশি পরিবর্তন করার প্রভাব ১২টি রাশিচক্রের উপরেই পড়বে। তবে ৫টি রাশির উপর এর প্রভাব থাকবে সবথেকে বেশি। চলুন জেনে নেওয়া যাক এর প্রভাবগুলি।