আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ১৬ এবং ১৭ জুন, দুই দিন থাকবে। একে যোগিনী একাদশী বলা হয়। জ্যোতিষশাস্ত্রের মতে, ১৬ জুন বুধবার একাদশীর উপবাস করা অত্যন্ত শুভ। এই একাদশীতে ভগবান বিষ্ণুর জন্য উপবাস করা উচিত। এ ছাড়াও নিজ অধিপতি দেবতার বিশেষ উপাসনা করা উচিত। এই তিথি পালনের ফলে জীবনের যাবতীয় বাধা বিপত্তি দূর হয়। শেষ হয় পারিবারিক সমস্যা ও কলহ। উন্নতি হয় পরিবারের স্বাস্থ্যের। এই তিথিতে গঙ্গাস্নানের রীতি আছে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই সময় গঙ্গাস্নান না করাই শ্রেয়।