শনি, সোমবার, মঙ্গলবার মদ্যপান নয়। কন্যা রাশির জাতক জাতিকারা সব সময় মেনে চলুন এই টোটকা। জ্যোতিষ মতে, মদ্যপান ব্যক্তির জীবনে খারাপ প্রভাব ফেলে। এতে শরীরেরও ক্ষতি হয়। তাই যতটা পারবেন মদ্যপান কমান। বিশেষ করে শনি, সোমবার, মঙ্গলবার মদ্যপান করবেন না। এতে জীবেন খারাপ সময় আসতে পারে।