কন্যা রাশির ছেলে মেয়েরা মেনে চলুন এই ১০টি বিশেষ টোটকা, জীবনের সকল ক্ষেত্রে সাফল্য পাবেন

রাশি চক্রের ষষ্ঠ রাশি হল কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। এই রাশির ছেলে-মেয়েরা উদ্যমশীল, হাস্যকৌতুক ও আনন্দ প্রিয় স্বভাবের হয়ে থাকেন। এই রাশির ছেলে মেয়েদের স্বভাব চরিত্র বোঝা বেশ কঠিন। শাস্ত্র মতে, কন্যা রাশির ছেলে মেয়েরা একটু স্বার্থপর হন। এরা স্বভাবে ব্যবসায়ী, প্রচারকর্তা, এজেন্ট হিসেবে কেরিয়ারে সাফল্য পান। এই রাশির জাতক জাতিকারা একা একা থাকতে ভালোবাসেন না। বন্ধুপ্রীতি হয় এদের অপরিসীম হয়। কন্যা, মিথুন, মীন ও মেষ রাশির সঙ্গে বিবাহে খুশি হন কন্যা রাশির জাতক জাতিকারা। আজ এই রাশির জন্য রইল টোটকা। এই ১০টি টোটকা পালন করুন। সব কাজে সফল হবেন।       

Sayanita Chakraborty | Published : May 9, 2022 4:57 PM
110
কন্যা রাশির ছেলে মেয়েরা মেনে চলুন এই ১০টি বিশেষ টোটকা, জীবনের সকল ক্ষেত্রে সাফল্য পাবেন

কন্যা রাশির জন্য শুভ রত্ন হল পান্না। জীবনে সকল বাধা দূর করতে ও সব কাজে সফল হতে চাইলে পান্না ধারণ করতে পারেন। শাস্ত্র মতে, কনিষ্ঠ আঙুলে পান্না ধারণ করা যায়। যে কোনও বুধ এই পাথর ধারণে উপকার পাবেন। তবে, পান্না রত্ন আপনার জন্য উপযুক্ত কি না, তা আগে থেকে জেনে নিন। কোনও জ্যোতিষির পরামর্শ নিতে পারেন। 

210

কালো রং কন্যা রাশির জন্য শুভ। কোনও কাজে যাওয়ার আগে কালো বস্ত্র পরবেন। এদের জন্য কালো বস্ত্র বেশ উপকারী। শুভ কাজে সফল হবেন। কালো রং-কে অনেকে অশুভ মনে করে। তবে, এই রং কন্যা রাশির জীবনে সু সংবাদ বয়ে আনে। এবার থেকে মেনে চলুন এই টোটকা। উপকারী পাবেন। 

310

রুপো কন্যা রাশির জন্য শুভ ধাতু। এই রাশির পুরুষরা ডান হাতে ও মহিলারা বাঁ হাতে রুপো ধারণ করতে পারেন। রুপোর নাক-ছাবি পরুন মেয়েরা। এতে জীবনের সকল বাধা কেটে যাবে। সব কাজে সফল হবেন। কন্যা রাশির ছেলে ও মেয়েরা এই সব সময় রুপোর ধাতু সঙ্গে রাখতে পারেন। 

410

বাড়ির রং সবুজ করবেন না কন্যা রাশির ছেলে মেয়েরা। কিংবা যে রাশির ঘরের রং সবুজ করাতে পারবেন না। এতে অমঙ্গল হতে পারে। এই রাশির ছেলে মেয়েদের পড়ার ঘরের রঙ ভুলেও যেন সবুজ না হয়। এতে সমস্যায় পড়তে পারেন। জ্যোতিষ টোটকা মেনে ঘরের রঙ করান। সব কাজে সফল হবেন। 

510

শনি দেবতার পুজো করা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ভালো বলে মনে করা হয়। জীবনের সকল জটিলতা এতে কেটে যাবে। শনিবার দান করলেও উপকার পাবেন। কন্যা রাশির ছেলে মেয়েরা। প্রতি শনিবার করে শনি মন্দিরে কালো তিল দান করুন। এতে সৌভাগ্য লাভ করবেন। জীবনের সকল বাধা কেটে যাবে। 

610

পকেটে সবুজ রুমাল রাখুন কন্যা রাশির ছেলে মেয়েরা। কোনও পরীক্ষা কিংবা কোনও ইন্টারভিউ-তে যাওয়ার আগে পকেটে সবুজ রঙের রুমাল রাখবেন। এতে জীবনের সব ক্ষেত্রে সাফল্য আসবে। যদি বারে বারে চাকরিতে বাধা আসে, তাহলে অবশ্যই মেনে চলুন এই টোটকা। জ্যোতিষ মতে, সবুজ রুমাল আপনার জীবনে সাফল্য এনে দেবে। 

710

তুলসী গাছ ও মানি প্ল্যান্ট রাখুন বাড়িতে। কন্যা রাশির আর্থিক উন্নতির জন্য মেনে চলুন এই টোটকা। তুলসী গাছে রোজ জল দিন। মা লক্ষ্মীর কৃপা পেতে চাইলে জলের সঙ্গে দুধ মিশিয়ে তুলসী গাছে দিন। উপকার পাবেন। তেমনই বাড়িতে রাখুন মানি প্ল্যান্ট। এই গাছের গুণে আর্থিক ভাগ্য উন্নত হবে।  

810

শনি, সোমবার, মঙ্গলবার মদ্যপান নয়। কন্যা রাশির জাতক জাতিকারা সব সময় মেনে চলুন এই টোটকা। জ্যোতিষ মতে, মদ্যপান ব্যক্তির জীবনে খারাপ প্রভাব ফেলে। এতে শরীরেরও ক্ষতি হয়। তাই যতটা পারবেন মদ্যপান কমান। বিশেষ করে  শনি, সোমবার, মঙ্গলবার মদ্যপান করবেন না। এতে জীবেন খারাপ সময় আসতে পারে। 

910

নানা কারণে বাড়িতে বাস্তুদোষ দেখা দেয়। এই বাস্তুদোষ কাটাতে রয়েছে হাজারটা টোটকা। কন্যা রাশির ছেলে মেয়েরা বাস্তুদোষ কাটাতে একটি বিশেষ টোটকা মেনে চলুন। যে সকল গাছের পাতা চওড়া সেই গাছ বাড়িতে রাখুন। এতে সকল বাস্তু দোষ দূর হবে। আর্থিক সমস্যা, পারিবারিক অশান্তি, উন্নতিতে বাধার মতো সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এই টোটকা মেনে চললে। 

1010

অনেকেই বাড়িতে কুকুর রাখেন। তবে, বাদামি রঙের কুকুর রাখবেন না কন্যা রাশির ছেলে মেয়েরা। এতে নানা রকম জটিলতা দেখা দেবে। বাদামি কুকুর এই রাশির জন্য মোটেও শুভ নয়। এছাড়া, কাউকে কথা দিলে তা রাখার চেষ্টা করবেন। কন্যা রাশির ছেলে মেয়েদের সব সময় এই টোটকা মেনে চলা দরকার। কথা দিয়ে কথা না রাখলে আপনার ক্ষতি হতে পারে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos