মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি তিনি যেন আপনার ব্যবসায় অনেক উন্নতি করে। শুভ ধনতেরাস। - কথিত আছে এই দিন সোনা, রূপা, তামা কিংবা কোনও ধাতুর জিনিস কিনলে ঘটে আর্থিক বৃদ্ধি। একসময় এই উৎসব অবাঙালিদের মধ্যে প্রচলিত থাকলেও বর্তমানে সকলেই গা ভাসান ধনতেরাসের আনন্দে।