ধনতেরাসের শুভক্ষণে সকলকে জানান শুভেচ্ছা, রইল ১০টি সেরা শুভেচ্ছা বার্তার হদিশ

Published : Oct 22, 2022, 10:00 PM IST

প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস। কালীপুজোর আগের দিন পালিত হয় এই উৎসব। তিথি অনুসারে, ধনতেরাস পড়েছে ২৩ অক্টোবর। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে ২২ অক্টোবর। আর তিথি শেষ হবে ২৩ অক্টোবর সন্ধ্যা ৬.৩০ মিনিটে। ধন্বন্তরী দেবের পুজো করার শুভ সময় রবিবার ২৩ অক্টোবর ৫.৪৪ থেকে ৬.০৫ পর্যন্ত। এই বিশেষ তিথিতে মা লক্ষ্মী, কুবের দেবতা ও ধন্বত্বরী দেবীর পুজো করেন অনেকে। কথিত আছে এই দিন সোনা, রূপা, তামা কিংবা কোনও ধাতুর জিনিস কিনলে ঘটে আর্থিক বৃদ্ধি। একসময় এই উৎসব অবাঙালিদের মধ্যে প্রচলিত থাকলেও বর্তমানে সকলেই গা ভাসান ধনতেরাসের আনন্দে। এই শুভ দিন সকলকে জানান শুভেচ্ছা। রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ। 

PREV
110
ধনতেরাসের শুভক্ষণে সকলকে জানান শুভেচ্ছা, রইল ১০টি সেরা শুভেচ্ছা বার্তার হদিশ

ধনলক্ষ্মীর আশীর্বাদ সব সময় থাকুক আপনার ওপর। আপনার জীবন ভরে উঠুক সুখ ও সমৃদ্ধিতে। রইল ধনতেরাসের শুভেচ্ছা।– সকলকে পাঠান এমন বার্তা। এই শুভ দিনে সকলের সংসার যাতে সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক তার প্রার্থনা করুন। 

210

ধনতেরাসের শুভ তিথিতে আপনার ও আপনার পরিবারের সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। দূর হোক জীবনের সকল জটিলতা। শুভ ধনতেরাস। - এমন বার্তা পাঠাতে পারেন পরিবারের সকল সদস্যদের। আপনার পাঠানো বার্তা মন কাড়বে সকলেক। 

310

ধনতেরাসের শুভ তিথিতে আপনার ও আপনার পরিবারের সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। দূর হোক জীবনের সকল জটিলতা। শুভ ধনতেরাস। - এমন বার্তা পাঠাতে পারেন পরিবারের সকল সদস্যদের। আপনার পাঠানো বার্তা মন কাড়বে সকলেক। 

410

ধনতেরাসের পুণ্য লগ্নে চারিদিকে ছড়িয়ে পড়ুক শান্তি, উন্নতি, সৌভাগ্য ও সীমাহীন আনন্দ। শুভ ধনতেরাস। - পাঠান এমন বার্তা। সঙ্গে ধনতেরাসের দিন সন্ধ্যায় ১৩টি প্রদীপ জ্বালান। সারা বাড়িতে এই দিন প্রদীপ দিয়ে সাজিয়ে ফেলুন। এতে মায়ের আগমন ঘটবে।

510

আপনার ওপর অর্থের বর্ষণ হোক সর্বদা। ধনতেরাসের পুণ্য লগ্নে এই কামনা করি। শুভ ধনতেরাস। - কার্তিক অমাবস্যায় মা কালীর আরাধনা করেন সকলে। মনে করা হয়, তিনি জন্ম-মৃত্যু আর সময় নিয়ন্ত্রণ করেন। তার আগের দিন ধনতেরাস। এই শুভ দিনে সকলকে পাঠান শুভেচ্ছা। 

610

খুশিতে কাটুক উৎসবের দিনগুলো। শুভ ধনতেরাস। -পাঠান এমন বার্তা। এই দিন মা লক্ষ্মীর সঙ্গে পুজিত হন ভগবান কুবের। শাস্ত্র মতে, মা লক্ষ্মী ধন সম্পদ প্রদান করেন আর কুবের দেবতা রক্ষা করেন সেই সম্পত্তি। সে কারণে মা লক্ষ্মীর পুজোর পর কুবের দেবতার পুজো হয়ে থাকে। 

710

এই ধনতেরাস আপনার মনের সকল ইচ্ছা পূরণ করুক। ভগবানের কাছে প্রার্থনা করি, আপনার যা কিছু স্বপ্ন রয়েছে তা যেন সত্যি হয়। শুভ ধনতেরাসের শুভেচ্ছা জানাই। - এমন বার্তা পাঠান সকল পরিচিত ব্যক্তিকে। আপনার পাঠানো বার্তা মন কাড়বে সকলের। সেই বার্তায় থাকুন সকলের জন্য শুভেচ্ছা। 

810

মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি তিনি যেন আপনার ব্যবসায় অনেক উন্নতি করে। শুভ ধনতেরাস। - কথিত আছে এই দিন সোনা, রূপা, তামা কিংবা কোনও ধাতুর জিনিস কিনলে ঘটে আর্থিক বৃদ্ধি। একসময় এই উৎসব অবাঙালিদের মধ্যে প্রচলিত থাকলেও বর্তমানে সকলেই গা ভাসান ধনতেরাসের আনন্দে। 

910

সমৃদ্ধি আসুক ধনতেরাসে, লক্ষ্মী বসুক সবার ঘরে। শুভ ধনতেরাস। - ধনতেরাসের দিন প্রদীপ জ্বালাতে মেনে চলুন এই বিশেষ নিয়ম। এই দিন বাড়ির ভিতরে শুধুমাত্রা ১৩ টি প্রদীপ জ্বালাবেন। সঙ্গে রাতে ঘুমানোর সময় মূল প্রদীপ জ্বালাবেন। 

1010

আপনি ও আপনার পরিবারের সকলে মিলে উৎসবের দিনগুলো খুব ভালো করে কাটান। সুস্থ থাকুন। শুভ ধনতেরাস।- তিথি অনুসারে, ধনতেরাস পড়েছে ২৩ অক্টোবর। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে ২২ অক্টোবর। আর তিথি শেষ হবে ২৩ অক্টোবর সন্ধ্যা ৬.৩০ মিনিটে।  

click me!

Recommended Stories