চারিদিকে চলছে পুজো পুজো রব। চলেছে আলো লাগানোর কাজ। আর কদিন পরই আলোর উৎসব। সর্বত্র পালিত হবে ধনতেরাস দিয়ে শুরু হবে মায়ের আরাধনা। কালীপুজোর আগের দিন চোদ্দ শাক খাওয়া ও চোদ্দ প্রদীপ দেওয়ার রীতি বহু যুগ ধরে প্রচলিত। বাঙালি ঘরে এই দিন পালিত হয় ভূত চতুর্দশী। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পুজিত হন মা কালী। এই সময় চারিদিকে মায়ের আরাধনা করেন সকলে। বাড়িতে তো বটেই, বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে পুজিত হন মা কালী। প্রতি বছর দমদমে মিলন সংঘে পুজিত হন মা কালী। এবছরও তার অন্যথা হবে না। প্রস্তুতি চলছে পুরোদমে।