আঁধার কেটে গিয়ে আলো আসুক ঘরে। নিরাশা কেটে গিয়ে আশা আসুক। শুভ দীপাবলি। - দীপাবলি মানে আলোর উৎসব। রঙিল আলোয় সেজে ওঠে চারিদিক। এই সব বাজি পোড়ানোর রীতি বহু প্রচলিত। এই সময় আলোর পাশাপাশি তুবড়ি, রংমশাল, পটকা থেকে, চরকি- নানান ধরনের বাজি বিক্রি এখন তুঙ্গে।