কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বন। এই পার্বনের সব থেকে গুরুত্বপূর্ণ উৎসব হল দুর্গোৎসব। আর দুর্গাপুজোর পর বাঙালির আরও এক গুরুত্বপূর্ণ উৎস হল কালীপুজো। এই আলোর উৎসবে মেতে ওঠেন ছোট থেকে বড় সকলে। তিথি অনুসারে এবছর কালী পুজো অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর। সন্ধ্যা ৪.৫৭ মিনিটে পড়ছে অমাবস্যা। অমাবস্যা ছাড়বে ২৫ অক্টোবর দুপুর ৪.২৬ মিনিট পর্যন্ত। আজ সর্বত্র পুজিত হবেন মা কালী। এই উৎসবের আগে সকলকে জানান শুভেচ্ছা। এমন বার্তা পাঠান যা সকলের মন ছুঁয়ে যাবে। দিনের শুরুতে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ফেলুন। রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ। দেখে নিন এক ঝলকে।