রাম জী কী জ্যোতি সে নূর মিলতা হ্যায়, সবকে দিলো কে সুরুর মিলতা হ্যায়, জো ভি যাচা হ্যায় রাম কে দ্বার। কুচ না কুচ জরুর মিলতা হ্যায়। Happy Ram Navami। আজ রাম নবমীর দিনে পাঠান এমন বার্তা। চলতি বছর তাৎপর্যপূর্ণ হতে চলেছে রামনবমী। জ্যোতিষ মতে, এদিন গ্রহ ও নক্ষত্রের সংমিশ্রণে শুভ যোগ তৈরি হবে।