প্রেম, যৌনতা ও সৌন্দর্যের দেবী শুক্র দ্বারা শাসিত রাশি হল তুলা। এরা স্বভাবে খুবই রোম্যান্টিক হয়ে থাকেন। এদের স্নেহময় ও মিষ্টি স্বভাব সকলকে আকৃষ্ট করে। এদের জীবনে একাধিক সম্পর্ক আসে। তবে, এরা সম্পর্কের ব্যাপারে যত্নশীল হন। সঙ্গীর চাহিদাকে গুরুত্ব দেন। বিশেষ করে বিছানায় সঙ্গীর চাহিদা বিশেষ গুরুত্ব পায় এদের কাছে।