বৈদিক শাস্ত্রে উল্লেখ রয়েছে ১২টি রাশির। মেষ, বৃষ, মিথুন থেকে কুম্ভ ও মীন। রয়েছে ১২টি রাশি। শাস্ত্র মতে, এই সকল রাশির অধিকর্তা গ্রহ হল আলাদা। সে কারণে একে অন্যের সঙ্গে মানসিকতার, আচরণের পার্থক্য রয়েছে বিস্তর। কেউ শান্ত তো কেউ ধূর্ত। কারও অন্যের ব্যাপারে নাক গলানো স্বভাব তো কেউ নিজের নিয়ে থাকতে ভালোবাসেন। আজ রইল চারটি রাশির কথা। শাস্ত্র মতে, এরা মদ্যপানের জন্য বন্ধুদের জোড় করেন। আজকাল পার্টি মানেই মদ্যপান। আর পার্টিতে এমন অনেক ব্যক্তিকে দেখা যায়, যারা মদ্যপান করতে অন্যজনক অনুপ্রেরণা দেন। কেউ কেউ আবার জোড় দেন। শাস্ত্র মতে, এই ধরনের লোকেরা এই চার রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। দেখে নিন কে কে আছেন তালিকাতে।