জ্যোতিষ মতে, বৃষ রাশির শুভ রঙ হল সাদা। শুভ দিন হল শুক্র, শুভ সংখ্যা হল ৪৮। এই রাশির শুভ দিক হল অগ্নিকোণ। শাস্ত্র মতে, সাদা প্রবাল পাথর হল এই রাশির শুভ রত্ন। তাই আপনার রাশি যদি হয় বৃষ, তাহলে যৌন সুখ পেতে চাইলে বৃশ্চিক, কর্কট, তুলা কিংবা কন্যা রাশির সঙ্গে সম্পর্কে খুশি হবে।