জ্যোতিষ মতে, অর্থ, বিলাসিতা, দামি জিনিসের প্রতি বৃষ রাশির ছেলে মেয়েদের খুবই ভালোবাসা। তবে, এরা খারাপ সঙ্গে দোষে ভুল পথে চালিত হতে পারে। এরা সহজে বন্ধু বানাতে পারে। এদের মিষ্টি স্বভাব সকলকে আকৃষ্ট করে। এরা সব ধরনের মানুষের সঙ্গে মিশতে পছন্দ করে। তাই খারাপ লোকর সংস্পর্শে এলে ভুল পথে চালিত হয়।