সহজে ভালো বন্ধু তৈরি করতে পারেন এই চার রাশির ছেলে মেয়েরা, দেখে নিন এক নজরে

এক এক জনের স্বভাব এক এক রকম। কেউ সকলের সঙ্গে মেলামেশা করতে পারে, কেউ পারে না। কোনও মানুষের বন্ধুত্বপূর্ণ (Friendly) স্বভাব সব সময়ই সকলকে আকর্ষণ করেন। যারা সহজে বন্ধু তৈরি করতে পারেন, তারা সব ক্ষেত্রে সফল হন। আপনার স্বভাব কেমন তা বলে দেবে আপনার রাশি (Zodiac Sign)। এই চার রাশির ছেলে মেয়েরা সহজে ভালো বন্ধু তৈরি করতে পারেন, দেখে নিন এক নজরে। 

Sayanita Chakraborty | Published : Mar 19, 2022 1:26 PM IST
110
সহজে ভালো বন্ধু তৈরি করতে পারেন এই চার রাশির ছেলে মেয়েরা, দেখে নিন এক নজরে

রাশি ফলের চতুর্থ রাশি হল কর্কট রাশি। এই রাশির অধিকর্তা হলেন চন্দ্র। এই রাশির ছেলে মেয়েরা কল্পনা প্রিয়, শিল্পী, ভাবপ্রবণ ও রোম্যান্টিক স্বভাবের হয়ে থাকেন। এই রাশির ছেলে মেয়েরা সহজে নতুন মানুষের সঙ্গে মিশতে পারেন। এরা ভালো বন্ধু হন। এরা মিষ্টি স্বভাবের মানুষ হয়ে থাকেন। 

210

তবে, কর্কট রাশির রাশির (Zodiac Sign) ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করারা আগে সাবধান থাকুন। সতর্কতার সঙ্গে এদের সঙ্গে মেলামেশা করা উচিত। জ্যোতিষ মতে, এরা খুবই বিপদজনক হয়ে থাকেন। এদের স্বভাব দেখে মনের কথা বুঝতে পারবেন না। এদের মুখে সব সময়ই মিষ্টি কথা লেগে থাকে। ফলে, এদের মনের কথা বোঝা বেশ মুশকিল হয়ে দাঁড়ায়। 

310

তবে কর্কট রাশির ছেলে মেয়েদের জীবনে প্রেম ও সম্পর্ক এই রাশির জীবনের প্রধান অগ্রাধিকার পায়। এরা সব ধরনের মধ্যে ভালোবাস খোঁজে। এরা ভালোবাসাকে অত্যন্ত মূল্য দেয়। এদের সম্পর্ক বা বিবাহিত জীবন খুবই ভালো কেটে থাকে। খুব অনুগত ও আবেগপ্রবণ হন এরা। এরা ভালো প্রেমিক হিসেবেও খ্যাত।

410

রাশি চক্রের দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। জ্যোতিষ মতে, এরা সহজে বন্ধু তৈরি করতে পারে। এই রাশির অধিকর্তা শুক্র। এরা অনেকেই শিল্পরসিক ও ভালো মনের মানুষ হয়ে থাকেন। সে কারণে, সহজেই এদের প্রতি আকৃষ্ট হন সকলে। এরা সম্পর্কের প্রতি যত্নশীল হন। সে কারণে সহজে কারও সঙ্গে এদের বন্ধুত্ব ভাঙে না। 

 

510

জ্যোতিষ মতে, অর্থ, বিলাসিতা, দামি জিনিসের প্রতি বৃষ রাশির ছেলে মেয়েদের খুবই ভালোবাসা। তবে, এরা খারাপ সঙ্গে দোষে ভুল পথে চালিত হতে পারে। এরা সহজে বন্ধু বানাতে পারে। এদের মিষ্টি স্বভাব সকলকে আকৃষ্ট করে। এরা সব ধরনের মানুষের সঙ্গে মিশতে পছন্দ করে। তাই খারাপ লোকর সংস্পর্শে এলে ভুল পথে চালিত হয়। 

 

610

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, সৎ ও অনুগত স্বভাবের হয় বৃষ রাশির জাতক জাতিকারা। এরা কঠোর পরিশ্রমী। এরা ভালো বন্ধুর সঙ্গে ভালো সঙ্গী হিসেবেও খ্যাত। এরা দাম্পত্য জীবন খুব ভালো করে সামলে চলতে পারেন। এদের স্থিতিশীল মানসিকতা সম্পর্কের উন্নতি ঘটায়। এরা সম্পর্কের প্রতি খুবই যত্নশীল হন। সে কারণে, এদের যারা বন্ধু হয়, তাদের সঙ্গে সম্পর্ক সারা জীবন বজায় থাকে। 

 

710

বন্ধুত্ব করতে পছন্দ করেন তুলা রাশির ছেলে মেয়েরা। ভালো আচরণের মানুষের প্রতি আকৃষ্ট হয় এরা। মন খুলে সকলের সঙ্গে মেশেন। কাউকে মন থেকে বন্ধু মনে করলে তাকে সাহায্য করার জন্য সব রকম পদক্ষেপ নিতে পারেন। এই কারণেই সহজেই এদের প্রেমে পড়ের অনেকে। 

 

810

ভালোবাসাও কর্তব্যের মধ্যে ভারসাম্য রক্ষা করা সহজ নয়। তবে, এই কাজে বেশ পারদর্শী তুলা রাশির ছেলে মেয়েরা। এরা কারও সম্পর্কে খারাপ কথা বলে না। দয়ালু স্বভাবের হয়ে থাকে তুলা রাশির (Libra) ছেলে মেয়েরা। এরা নিঃস্বার্থতার সঙ্গে যে কোনও পরিস্থিতি সামাল দিয়ে থাকেন।

 

910

প্রতিহিংসা পরায়ণ স্বভাবের হয় বৃশ্চিক রাশির ছেলে মেয়েরা। বৃশ্চিকের চেয়ে ভালো মনের মানুষ অন্য কেউ হতে পারে না। এরা সহজে লোকের সঙ্গে মিশলে পারে। সামাজিক হয় বৃশ্চিক রাশির ছেলে মেয়েরা। এদের মিষ্টি স্বভাব সকলকে আকৃষ্ট করে। বৃশ্চিক রাশির ছেলে মেয়েরা ভালো বন্ধু হিসেবে পরিচিত।  

 

1010

এরা সম্পর্কে ব্যাপারে খুবই উৎসাহী হন বৃশ্চিক রাশির (Scorpio) ছেলে মেয়েরা। তারা কারও কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলে, তা রাখার চেষ্টা করেন। এরা সঙ্গীর থেকে সব ব্যাপারেই প্রত্যাশা রাখেন। সারাজীবন এক সঙ্গে চলার স্বপ্ন দেখেন। সে কারণে ভালো বন্ধুর সঙ্গে ভালো সঙ্গীও হন এরা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos