শাস্ত্র মতে দিন অনুযায়ী খাবার খাওয়া উচিৎ, নয়তো দেখা দিতে পারে এই সমস্যাগুলি

শাস্ত্র মতে খাদ্য গ্রহণের বিষয়ে বিস্তারিত কিছু নিয়ম রয়েছে। যা সংক্ষেপে দেওয়া হল। যেমন- সূর্য উদয়ের আগে এবং গোধূলি লগ্নে খাদ্য গ্রহণ করা উচিৎ নয়। যানবাহনে, শ্মশানে,চলতে চলতে খাদ্য গ্রহন করা উচিত নয়। জল, ক্ষীর, দই, দুধ, মধু, ঘি, ছাতু ও শাক জাতীয় খাদ্য কখনও নিজের পাতের থেকে অপরকে দেওয়া উচিৎ নয়। খাওয়ার পাত ছেড়ে ওঠার আগে পাতে সামান্য জলের ছিটা দিয়ে ওঠা ইত্যাদি। এই প্রাচীন শাস্ত্র মতে কোন দিন কোন খাবার খাওয়া উচিত এই বিষয়েও বিস্তারিত ব্যখা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক সেই বিষয়গুলি-

deblina dey | Published : Jan 18, 2021 5:44 AM IST
110
শাস্ত্র মতে দিন অনুযায়ী খাবার খাওয়া উচিৎ, নয়তো দেখা দিতে পারে এই সমস্যাগুলি

 শাস্ত্র মতে তৃতীয়া তিথিতে পটল খেলে শত্রু সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা থাকে। 

210

শাস্ত্র মতে চতুর্থীতে মূলো খেলে ধননাশ হওয়ার সম্ভাবনা থাকে। 

310

শাস্ত্র মতে পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক বৃদ্ধির সম্ভাবনা থাকে। 

410

শাস্ত্র মতে ষষ্ঠীতে নিমপাতা খেলে সন্তান ভাগ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।

510

শাস্ত্র মতে সপ্তমীতে তাল খেলে স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা থাকে।

610

শাস্ত্র মতে অষ্টমীতে নারকেল খেলে মূর্খতা প্রাপ্তির সম্ভাবনা থাকে। 

710

শাস্ত্র মতে নবমীতে পান্তা ভাত খেলে সর্দি-কাশি হওয়ার সম্ভাবনা থাকে। 

810

শাস্ত্র মতে দশমীতে কলমি শাক খেলে গোহত্যা  সমতূল্য পাপ হওয়ার সম্ভাবনা থাকে। 

910

শাস্ত্র মতে একাদশীতে শিম খেলে পাপ জন্মানোর সম্ভাবনা থাকে। 

1010

শাস্ত্র মতে প্রতিপদ তিথিতে চালকুমড়ো খেলে অর্থহানির সম্ভাবনা থাকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos