বিজনেস, ইকোমিক্স পরীক্ষা দিন পশ্চিম দিকে বসে। আইন বিষয়ক পরীক্ষাও দিন একই দিকে বসে। এই তিন বিষয়ের জন্য এই দিকটি বেছে নিন এতে উপকার পাবেন। শাস্ত্র মতে, এই সঠিক দিকে বসে পরীক্ষা দিলে উন্নতি ঘটবে। জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হল বাস্তু শাস্ত্র (Vastu Shastra)। শাস্ত্র মতে, পরিবারের সকল সদস্যদের মধ্যে সুখ শান্তি, উন্নতি, সুস্বাস্থ্য এমনকী আর্থিক অবস্থা নির্ভর করে বাস্তুর ওপর। শাস্ত্র অনুসারে, বাড়িতে বাস্তুদোষ থাকলে তা সবের ওপর প্রভাব ফেলে।