পরীক্ষায় সফল হবেন এই কয়টি টোটকায়, জেনে নিন কী রয়েছে জ্যোতিষ মতে

সারা বছর ধরে চলে পরিশ্রম (Hard Work)। সারা রাত জেগে পড়াশোনা (Education) করা, সারাদিন বইয়ে মুখ গুঁজে বসে থাকা। পরীক্ষার আগে সব রকম আনন্দ, মজা ভুলে কাটানো। এই সবের পরেও অনেক সময় সাফল্য মেলে না। পরীক্ষায় জানা প্রশ্নের উত্তর দিয়েও অনেক সময় মেলে কম নম্বর। আবার কখনও হাজার চেষ্টা করেও চাকরির পরীক্ষায় পাশ করতে পারেন না অনেকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন জ্যোতিষ টোটকা (Astrological Tips)।

Sayanita Chakraborty | Published : Mar 24, 2022 2:56 PM IST / Updated: Mar 24 2022, 08:35 PM IST
110
পরীক্ষায় সফল হবেন এই কয়টি টোটকায়, জেনে নিন কী রয়েছে জ্যোতিষ মতে

জ্যোতিষ শাস্ত্রে পরীক্ষায় সফল হওয়ার টোটকা বর্ণিত আছে। পরীক্ষা ভালো দিয়েও অনেকে খারাপ নম্বর পান। আবার অনেকে শত পরিশ্রম করেও সাফল্যে পৌঁছাতে পারেন না। তারা এবার থেকে মেনে চলুন জ্যোতিষ টোটকা। শাস্ত্র মতে, এই টোটকা মেনে চললে সফল হবেন সকল পরীক্ষায়। তেমনই জ্যোতিষ সকল সমস্যা সমাধানের জন্য রয়েছে টোটকা। তাই পড়াশোনায় উন্নতি করতে চাইলে কিংবা পরীক্ষায় সফল হতে চাইলে মেনে চলতে পারে এই সকল টোটকা।      

 

210

শাস্ত্রে বর্ণিত আছে কয়টি দিকের কথা। যে দিকে মুখ করে বসে পরীক্ষা দিলে সফল হতে পারবেন। শাস্ত্র মতে, নির্দিষ্ট দিকে মুখ করে বসে পরীক্ষা দিলে সফল হবেন। তবে, আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা আলাদা দিকের কথা বলা আছে। জেনে নিন কোন দিকে মুখ করে বসে কী পরীক্ষা দেবেন। 

310

শাস্ত্র মতে, সব সময় উত্তর দিকে মুখ করে বসে অঙ্ক পরীক্ষা দেওয়া উচিত। এতে সফল হবে। এমনিতেও শিক্ষার্থীদের উত্তর দিকে মুখ করে বসাকে শুভ বলে মনে করা হয়। মনে করা হয়, এতে পড়াশোনায় উন্নতি ঘটে। এবার থেকে উত্তর দিকে মুখ করে বসে অঙ্ক পরীক্ষা দিন। যে ঘরে বসে পড়াশোনা করেন, সেই ঘরে যেন বাস্তুদোষ না থাকে। ঘরে স্তূপাকার করে কাগজ রাখেন অনেকে। এতে নেতিবাচক এনার্জি তৈরি হয়। যা সকল কাজে বাধা দেয়। বাস্তু মত মেনে তাই ঘর সাজান। এতে সব পড়াশোনায় উন্নতি ঘটবে। তেমনই সফল হবেন প্রবেশিকা পরীক্ষায়।   

 

410

ফিজিক্স ও আর্কিটেকচার পরীক্ষা দেওয়ার সময় বসবেন দক্ষিণ দিকে মুখ করে। দক্ষিণ দিকে মুখ করে বসলে এই দুই বিষয় সফল হবেন। এতে পরীক্ষার ফল ভালো হবে। ফিজিক্স ও আর্কিটেকচার দুটি বিষয়ই অত্যন্ত কঠিন বিষয় তাই বিষয় পরীক্ষা দেওয়ার আগে সঠিক জায়গা বেছে নিন। পরীক্ষা হলে এমন জায়গায় বসুন যাতে আপনার মুখ থাকে দক্ষিণ দিকে। 

 

510

কেমিস্ট্রি ও বায়োলজি বিষয় দুটি নিয়ে বেশ চিন্তায় থাকেন ছাত্রাছাত্রীরা। এই দুই বিষয় পরীক্ষা দিন দক্ষিণ পূর্ব দিকে মুখ করে বসে। তা হলে পরীক্ষায় সফল হবেন। দক্ষিণ-পূর্ব দিকটি এই দুই বিষয়ের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে শুভ। তাই পরীক্ষা দেওয়ার জন্য বেছে নিন এই দিকটি।   

610

বিজনেস, ইকোমিক্স পরীক্ষা দিন পশ্চিম দিকে বসে। আইন বিষয়ক পরীক্ষাও দিন একই দিকে বসে। এই তিন বিষয়ের জন্য এই দিকটি বেছে নিন এতে উপকার পাবেন। শাস্ত্র মতে, এই সঠিক দিকে বসে পরীক্ষা দিলে উন্নতি ঘটবে। জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হল বাস্তু শাস্ত্র (Vastu Shastra)। শাস্ত্র মতে, পরিবারের সকল সদস্যদের মধ্যে সুখ শান্তি, উন্নতি, সুস্বাস্থ্য এমনকী আর্থিক অবস্থা নির্ভর করে বাস্তুর ওপর। শাস্ত্র অনুসারে, বাড়িতে বাস্তুদোষ থাকলে তা সবের ওপর প্রভাব ফেলে। 

 

 

 

710

সাইকোলজি পরীক্ষা দিন দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে বসে।  এই দিকটি বেছে নিন এতে উপকার পাবেন। শাস্ত্র মতে, এই সঠিক দিকে বসে পরীক্ষা দিলে উন্নতি ঘটবে। সাইকোলজি বিষয়ের জন্য এই দিকটি সেরা বলে মনে করা হয়। এবার থেকে এই টোটকা মেনে চলুন উন্নতি ঘটবে। 

 

810

হোম সায়েন্স, ভুগোল পরীক্ষা দিন উত্তর পশ্চিম দিকে মুখ করে বসে। আর্টস বিষয়ক এই দুই বিষয়ের জন্য উত্তর পশ্চিম দিক সঠিক। এতে সফল হবেন। শাস্ত্র মতে, এই টোটকা মেনে চললে পরীক্ষার ফল ভালো হবে। এমনকী, প্রবেশিকা পরীক্ষাতেও সফল হবেন। তাই পরীক্ষায় ভালো ফল পেতে চাইলে এই দুই বিষয়ের জন্য এই নির্দিষ্ট দিকটি বেছে নিন।  

 

910

হিন্দি ও সংস্কৃত পরীক্ষা দিন উত্তর পূর্ব দিকে মুখ করে বসে। অনেকের কাছেই কঠিন বিষয় হিসেবে গৃহীত হয় হিন্দি ও সংস্কৃত। তবে, সঠিক ভাবে পড়াশোনা করলে এই দুই বিষয়ে ভালো নম্বর ওঠে। এবার থেকে এই দুই বিষয়ের ক্ষেত্রে বেছে নিন উত্তর পূর্ব দিক। এই দিকে মুখ করে বসে পরীক্ষা দিলে সফল হবেন। 

 

1010

শাস্ত্রে, পড়াশোনা নিয়ে রয়েছে একাধিক টোটকা। কোন দিকে বসে পড়াশোনা করলে উন্নতি হবে তার কথা বর্ণিত আছে। জ্যোতিষ মতে, সব সময় পূর্ব দিকে বসে পড়াশোনা করা উচিত শিক্ষার্থীদের। এতে পড়াশোনায় উন্নতি ঘটবে। এমনকী, পরীক্ষার্থীরাও পূর্ব দিকে মুখ করে বসে পড়াশোনা করুন। তাহলে উন্নতি হবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos