সোমবার বা বৃহস্পতিবার দান করলে সৌভাগ্য লাভ করবেন মেষ রাশির জাতক জাতিকারা। শাস্ত্র মতে, সপ্তাহে এই দুই দিন দরিদ্র বাচ্চাদের দান করুন। চাল, গম ও গুড় দান করলে উপকার পাবেন। শাস্ত্র মতে, এই রাশির শুভ রঙ লাল। এদের শুভ দিন হল মঙ্গলবার। শুভ সংখ্যা ১৬। রক্তপ্রবাল পাথর এই রাশির জন্য শুভ রত্ন বলে গণ্য হয়।