২১ মার্চ থেকে ২০ এপ্রিল অর্থাৎ ৮ চৈত্র থেকে ৭ বৈশাখ সময়ের মধ্যে যারা জন্মেছেন তারা মূলত মেষ রাশির অন্তর্গত। রাশি চক্রের প্রথম রাশি হল মেষ রাশি। মঙ্গলগ্রহের জাতক হলেন এই মেষ রাশির ছেলে মেয়ারা। এই রাশির জাতক জাতিকারা সাহসী, ব্যক্তিত্বের অধিকারী হন। জ্যোতিষ মতে স্বাধীনচেতা প্রকৃতির মানুষ হয়ে থাকেন মেষ রাশির ছেলে মেয়েরা। এরা বুদ্ধিমান হন। বেশিরভাগ ক্ষেত্রে নিজের বুদ্ধি বলে সফল হন মেষ রাশির জাতক জাতিকারা। উদ্যোগী স্বভাবের হয়ে থাকেন মেষ রাশির ছেলে মেয়েরা। নতুন ধরনের কাজ করতে ভালোবাসেন। তবে, কখনও কখনও এরা তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে সমস্যায় পড়েন। আজ মেষ রাশির জন্য রইল কয়টি টোটকা। এই টোটকাগুলো মেনে চললে জীবনের সকল ক্ষেত্রে সফল হবেন।