মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আরাধনা করা হয় বাগ দেবীর (Saraswati Puja)। তিথি অনুসারে শনিবার সরস্বতী পুজো। রীতি মেনে সরস্বতী পুজোর পরের দিন ষষ্ঠী পুজো হয়। জ্যোতিষ মতে সরস্বতী পুজোর দিনটি বেশ গুরুত্বপূর্ণ। এই দিন বদলাত পারে ভাগ্যের চাকা। নিয়ম মেনে পুজো করলে দেবীর কৃপা পাবেন। সব কাজে সফল হবেন, উচ্চ শিক্ষা সুযোগ আসবে। এবছর রাশি মেনে দেবী বন্দনা করুন। জেনে নিন কোন রাশির জাতক-জাতিকারা কীভাবে দেবীর পুজো করবেন।