প্রতি বছর শুক্ল চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী। কথিত আছে, এই দিন গণেশের জন্ম হয়েছিল। এবছর শুভ তিথি শুরু হয়েছে ৩০ অগস্ট। এই দিন দুপুর ৩টে ৩৪ মিনিট থেকে শুরু হবে শুভ সময়। চলবে ৩১ অগস্ট দুপুর ৩ টে ২৩ মিনিট পর্যন্ত। এখন সব জায়গায় চলছে গণেশের আরাধনা। ৩১ তারিখ পুজিত হবেন ভগবান গণেশ। আবার কোথাও কোথাও এক সপ্তাহ ধরে চলে উৎসব। কোথাওবা চলে ৩ দিন, কোথাও আবার সাত দিন ধরে চলে উৎসব। এবছর গণেশ পুজো করুন রাশি মেনে। দেখে নিন কোন রঙের মূর্তি কোন রাশির জন্য শুভ। সেই অনুসারে দেবতার আরাধনা করুন।