কন্যা রাশি(Virgo)- এই রাশি ছেলে মেয়েরা গাঢ় সবুজ রঙের গণপতি মূর্তি স্থাপন করুন। আজ কমলা রঙের মিষ্টি নিবেদন করুন সিদ্ধিদাতাকে। এতে জীবনের সকল বাধা কেটে যাবে। পুজোর দিন তো বটেই, বাড়িতেও মূর্তি স্থাপন করুন এই টোটকা মেনে। আর অবশ্যি আজ কমলা মিষ্টি নিবেদন করবেন। চাইলে বাড়িতে নিজেও বানাতে পারেন নৈবেদ্য।