রাশিচক্রে রয়েছে ১২টি রাশির উল্লেখ। মেষ, বৃষ, মিথুন, কর্কট রাশির পরে আসে সিংহ রাশি। রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি (Leo)। রবিগ্রহের জাতক-জাতিকা হলে এই সিংহ রাশি। এই রাশির ছেলে-মেয়েরা দৃঢ় প্রতিজ্ঞ, জেদি, পরাক্রমশীল, গম্ভীর ও দয়ালু স্বভাবের হন। আজ বিশেষ কয়টি টোটকা রইল সিংহ রাশির জন্য। নানা কারণে জীবনে খারাপ সময় চলতে থাকে। কখনও কঠিন পরিশ্রমে ফল ভালো হয় না, কখনও হাজার চেষ্টা করেও লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না। এর সঙ্গে নানা রকম বাধা জীবনে আসতেই থাকে। আর টিপস রইল এই সকল বাধা থেকে মুক্তির। সিংহ রাশির ছেলে মেয়েরা নিয়মিত এই কয়টি টোটকা পালন করুন। সব কাজে সফল হবেন।