মেষ, মিথুন ও ধনুরাশির সঙ্গে এদের মনের মিল হয়ে থাকে। অন্য রাশির সঙ্গে চট করে এদের মিল হয় না। এরা সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি বদ্ধ হন। তবে, এরা জেদী স্বভাবের। যে কারণে সম্পর্কে অশান্তি লাগে এদের জন্যই। তাই আপনার পার্টনারের রাশি ধনু হলে, তাদের মন বোঝার চেষ্টা করুন।