বৃষ রাশি ও মকর রাশি
রাশি চক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। বৃষ রাশি ও মকর রাশির মনের মিল হয় বিস্তর। এদের দুজনের মধ্যে সহজে বন্ধুত্ব গড়ে ওঠে। তবে, এদের প্রেম বা বিয়ে তেমন সুখের হয় না। তবে, অধিক ত্যাগ সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে পারে।