রাশি চক্রের দ্বিতীয় রাশি হল বৃষ। এই রাশি অধিকর্তা গ্রহ শুক্র। শাস্ত্র মতে প্রেম, সৌন্দর্য ও আর্থিক সাফল্যের গ্রহ হল শুক্র। সম্পদ, কামুকতা, সম্পত্তিতে আনন্দ পান এরা। এরা এমন মানুষের সঙ্গে সম্পর্কে জড়াতে চান যাদের থেকে বিলাসিতা ও নিরাপত্তা পেতে পারেন। এই রাশির মেয়েরা সুন্দরী হয়ে থাকেন। এরা যে কোনও সম্পর্কের প্রতি যত্নশীল হন। ঘনিষ্ঠ বন্ধু, পরিবারের সকলের সব ব্যাপারে খোঁজ রাখেন। এরা সকলকে সাহায্যও করে থাকেন। এদের সঙ্গে কারও মতাদর্শের মিল হলে তাদের সঙ্গে সহজে ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয়। আজ জেনে নিন বৃষ রাশির প্রেম জীবন প্রসঙ্গে। জেনে নিন নিন কোন রাশির সঙ্গে সম্পর্কে মিলবে সুখ।