সংস্কৃত সাহিত্যের মাধ্যমে কৃষ্ণের গল্পের সঙ্গে আমরা পরিচিত হয়েছি। প্রথমে মহাভারতে, তারপর হরিবংশে, তারপর বিষ্ণু পুরাণে, তারপর জনপ্রিয় শ্রীমদ ভাগবত পুরাণ এবং জয়দেবের গীত গোবিন্দ-তে আমরা ভগবান কৃষ্ণের কথা উল্লেখ পাই। এই সকল কাহিনি হাজার হাজার বছর ধরে লোকমুখে প্রচলিত ছিল। আমরা যে কাহিনি জানি তাও বহু যুগ আগের। মহাভারতের কাহিনি প্রায় ২,০০০ বছর, হরিবংসা প্রায় ১,৭০০ বছর, বিষ্ণু পুরাণ প্রায় ১,৫০০ বছর আগের, ভগবত পুরাণের শেষ স্তরগুলো হাজার বছর আগের এবং গীত গোবিন্দ প্রায় ৮০০ বছর আগের একত্রিত করা হয়েছিল।