হিন্দু শাস্ত্রে রয়েছে ১৩৩ কোটি শক্তির কথা। সকল শক্তির জন্য আলাদা আলাদা পুজোর দিন রয়েছে। সকল দেবতাদের আরাধনার জন্য আলাদা দিন ও আলাদা তিথি নির্দিষ্ট করা হয়েছে। সেই অনুসারে, আজ পালিত হবে কৌশিকী অমাবস্যা। শাস্ত্র মতে, আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠে মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়। এি অমাবস্যা তিথি শুরু হলেই রাজবেশ সহকারে রাতের বেলায় মা কালীর আরাধনা করা হয়। এই দিন অনেকে তন্ত্র সাধনা ও যোগ্য করে থাকেন। প্রতি বছর ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এই বিশেষ পুজো। এদিন জীবনের সকল জটিলতা থেকে মুক্তি পেতে মায়ের পুজো যেমন করবেন, তেমনই পালন করুন বিশেষ টোটকা।