জীবনে বাধা বিপত্তি কাটাতে চাইলে ভাদ্র মাসে নারকেলের টোটকা পালন করতে পারেন। একটি শুকনো নারকেল ফুটো নিন।সেই ফুটো দিয়ে তাতে চিনি ভরুন। এবার তা দূরে পুঁতে আসুন বাড়ি থেকে অনেক দূরে। এতে সব বাধা দূর হবে। শাস্ত্র মতে, এই টোটকা বেশ উপকারী। তবে, এই টোটকা পালনে যেন কেউ আপনাকে দেখতে না পায় তা নিশ্চিত করুন।