সৌভাগ্য ফিরে পেতে ও সম্পত্তি বৃদ্ধিতে অফিস সাজান ফেং শুই টোটকায়, জেনে নিন কী করবেন

দিনের অধিকাংশ সময়টা কাটে অফিসে। সারাদিন কঠিন পরিশ্রম। কার সঙ্গে বসের বকা ও সহকর্মীর হিংসা- সব মিলিয়ে জীবনে মাঝে মধ্যে যেন কঠিন হয়ে ওঠে। অনেকেই আছেন যারা অফিসে প্রচুর পরিশ্রম করেন। তা সত্ত্বেও নাম পান না। উলটে অন্যের ভুলে মাঝে মধ্যেই বিপদে পড়েন। এমন খারাপ সময় প্রায়শই লেগে থাকে জীবনে। এক এক সময় সমস্যা সমাধানের কোনও রাস্তাই চোখে পড়ে না। এমন সমস্যা থেকে মুক্তি দিতে পারে কয়টি টোটকা। জীবনের ভালো সময় ফিরিয়ে আনতে ফেং শুই-এর গুরুত্ব বিস্তর। এবার অফিস সাজাতে রাখুন এই কয়টি ফেং শুই প্ল্যান্ট। জীবনে আমূল পরিবর্তন দেখা দেবে। 

Sayanita Chakraborty | Published : Apr 5, 2022 9:07 AM IST
110
সৌভাগ্য  ফিরে পেতে ও সম্পত্তি বৃদ্ধিতে অফিস সাজান ফেং শুই টোটকায়, জেনে নিন কী করবেন

রাখতে পারেন জেড প্ল্যান্ট। আপনার ডেস্কের পাশে রাখতে পারেন এই গাছ। এগুলো আকৃতিতে ছোট হয়। এই ফেং শুই গাছের পাতা বৃত্তাকার হয়। এগুলো শুভ বলে মনে করার হয়। মনে করা হয়, অফিসে এই গাছ রাখলে সম্পদ বৃদ্ধি পাবে। সঙ্গে ফিরে পাবেন সৌভাগ্য।। 

210

রাখতে পারেন রবার গাছ। ফেং শুই গাছগুলোর মধ্যে এটি একটি। অফিস সাজতে এই গাছ রাখাই যায়। অফিসের উত্তর পশ্চিম দিকে রাখতে হবে ফেং শুই গাছ। মনে করা হয়, এতে সম্পদ বৃদ্ধি পাবে। ফেং শুই রবার প্ল্যান্ট দেখতে খুবই সুন্দর হয়। ফলে, এটি গৃহসজ্জায় ব্যবহার করতেই পারেন। 

310

রাখতে পারেন লাকি বাম্বু। সম্পদ, সমৃদ্ধির প্রতীক হল লাকি বাম্বু। অফিসের উত্তর পূর্ব কোণায় রাখুন এই গাছ। কাজ সংক্রান্ত সকল বাধা কেটে যাবে। শীততাপ নিয়ন্ত্রিত ঘরে এই গাছ খুব ভালোভাবে বৃদ্ধি পায়। এই গাছের বৃদ্ধির জন্য খুবই কম সূর্যালোকের প্রয়োজন। তাই এবার থেকে মেনে চলুন এই টোটকা। 

410

রাখতে পারেন পিস লিলি। বায়ু বিশুদ্ধ করতে পিস লিলি গাছের ভূমিকা বিস্তর। ফেং শুই গাছের মধ্যে অন্যতম এই গাছ। মানসিক ও শারীরিক জটিলতা থেকে মুক্তি পেতে রাখতে পারেন এই গাছ। মনে করা হয় এই ফেং শুই গাছ সম্পদ বৃদ্ধি করবে। সৌভাগ্য ফিরে পেতে রাখতে পারেন পিসি লিলি। 

510

কর্মজীবনে উন্নতি করতে চাইলে সঠিক জায়গায় ডেস্ক রাখা দরকার। অফিসে যে ডেস্কে বসে কাজ করেন, তা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ডেস্ক এমন জায়গায় রাখুন, যা ফেং শুই মতে সঠিক স্থান হবে। ফেং শুই অনুসারে, প্রধান কাজের ডেস্কটি অফিসের প্রবেশ পথের পিছন দিকে স্থাপন করুন। এমন জায়গায় রাখবেন যাতে আপনি পুজো অফিসের জানলা ও দরজা ভালো ভাবে দেখতে পারেন। 

610

ফেং শুই অনুসারে, প্রাকৃতিক আলো জীবনে ভালো প্রভাব ফেলে। অফিসে এমন জায়গায় বসুন যাতে, সেই প্রাকৃতিক আলো আপনাকে স্পর্শ করতে পারে। এতে কাজেও আপনার উদ্যোগ বাড়বে। সব কাজে যেমন সফল হবেন, তেমনই বৃদ্ধি পাবে আপনার সম্পত্তি। তাই অফিসে বসার জন্য এমন জায়গা বেছে নিন যেখানো প্রকৃতিক আলো পৌঁছায়। 

710

অফিস ডেকরেশনের সময় কয়টি জিনিস মেনে চলুন। ফেং শুই মতে, ব্যবহার করতে পারেন লাল, কমলা, হলুদ রঙ। কালো রঙও ব্যবহার করা যায়। কারণ, কালো রঙ জলের সঙ্গে সম্পর্কযুক্ত। সে কারণে মনে করা হয় এই রঙে সৌভাগ্য নিয়ে আসে। অফিস সজ্জায় এই রঙ ব্যবহারে আর্থিক উন্নতিও ঘটবে। 

810

ফেং শুই অনুসারে, যারা বিজ্ঞান ও গণিতের কাজের সঙ্গে যুক্ত তারা সবুজ ও নীল রঙের ব্যবহার করুন অফিস সজ্জায়। চাইলে ব্যবহার করতে পরেন নীল রঙও। ফেং শুই অনুসারে, বাদামী রঙ ব্যবহার করা যায় অফিস সজ্জায়। এতে স্ট্রেস থেকে মুক্তি মেলে। 

910

ফেং শুই অনুসারে অফিস সাজালে আর্থিক বৃদ্ধি সম্ভব। যেমন রাখতে পারে ফেং শুই প্ল্যান্ট, তেমনই রাখতে পারেন বিভিন্ন মূর্তি। এতে দূর হবে সকল জটিলতা। ফেং শুই অনুসারে অফিস সাজালে ইতিবাচক এনার্জি তৈরি হয়। যা সকল উন্নতির কারণ। তবে আগে থেকে জেন নেবেন কোন দিকে কী রাখবেন। 

1010

ভুল দিকে ফেং শুই গাছ কিংবা অন্য কোনও জিনিস রাখতে হতে পারে বিপদ। তাই আগে থেকে সব জেনে তবেই ঘর সাজান। যে কোনও সমস্যা থেকে মুক্তি দিতে পারে কয়টি টোটকা। জীবনের ভালো সময় ফিরিয়ে আনতে ফেং শুই-এর গুরুত্ব বিস্তর। তাই এবার অফিস সাজাতে মেনে চলুন এই টোটকা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos