হিন্দু (Hindu) শাস্ত্রে প্রতিটি দিনেরই আলাদা আলাদা গুরুত্ব আছে। শাস্ত্রে, প্রতিটি দিনই আলাদা আলাদা দেব দেবীকে উৎসর্গ করা হয়েছে। সোমবার যেমন শিবের (Lord Shiv) বার, মঙ্গলবার (Lord Hanuman) পুজিত হন ভগবান হনুমান, শনিবার পুজিত হন শনি দেবতা। তাছাড়া, অন্যান্য দিন আলাদা আলাদা দেব দেবতার জন্য দিন নির্দিষ্ট করা হয়েছে। শুক্রবার (Friday) দিনটিও শাস্ত্রে গুরুত্বপূর্ণ দিন। এই দিন মেনে চলতে পারেন বিশেষ টোটকা। এতে সকল আর্থিক সংকট কেটে যাবে, তেমনই উন্নতি হবে সব ক্ষেত্রে।