গাড়ি, গয়না কেনার জন্য শুভ দিন হল শুক্রবার। এই দিন কিছু কিনলে সম্পত্তি বৃদ্ধি হবে। শাস্ত্র মতে, যে কোনও শুভ কাজে সফল হবেন। তাই সকল বাধা কাটাতে, আর্থিক উন্নতি করতে, আর্থিক বৃদ্ধি ঘটাতে মেনে চলতে পারেন এই সকল টোটকা। প্রতি শুক্রবার এই জ্যোতিষ টোটকা মেনে চললে সফল হবেন।