শুক্রবার মেনে চলুন এই কয়টি জ্যোতিষ টোটকা, জেনে নিন কী করলে দূর হবে সকল সংকট

হিন্দু (Hindu) শাস্ত্রে প্রতিটি দিনেরই আলাদা আলাদা গুরুত্ব আছে। শাস্ত্রে, প্রতিটি দিনই আলাদা আলাদা দেব দেবীকে উৎসর্গ করা হয়েছে। সোমবার যেমন শিবের (Lord Shiv) বার, মঙ্গলবার (Lord Hanuman) পুজিত হন ভগবান হনুমান, শনিবার পুজিত হন শনি দেবতা। তাছাড়া, অন্যান্য দিন আলাদা আলাদা দেব দেবতার জন্য দিন নির্দিষ্ট করা হয়েছে। শুক্রবার (Friday) দিনটিও শাস্ত্রে গুরুত্বপূর্ণ দিন। এই দিন মেনে চলতে পারেন বিশেষ টোটকা। এতে সকল আর্থিক সংকট কেটে যাবে, তেমনই উন্নতি হবে সব ক্ষেত্রে।   

Sayanita Chakraborty | Published : Mar 25, 2022 6:54 AM IST
110
শুক্রবার মেনে চলুন এই কয়টি জ্যোতিষ টোটকা, জেনে নিন কী করলে দূর হবে সকল সংকট

মা লক্ষ্মীর আরাধনার জন্য বেছে নিন শুক্রবারকে। শুক্রবার সন্ধ্যায় দেবী লক্ষ্মীর আরাধনা করুন। এতে আর্থিক উন্নতি হবে। অর্থিক অনটন, আর্থিক সংকটের মধ্যে দিনে যান অনেকেই। নানা কারণে আর্থিক দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে মা লক্ষ্মীর আরাধনা করুন। বৃহস্পতিবার তো মায়ের পুজো তো করবেনই। সঙ্গে শুক্রবারও আরাধনা করুন।  

 

210

শুক্রবার সন্ধ্যায় পরিবারের সকলে এক সঙ্গে লক্ষ্মীর আরতি করুন। এটা শুভ বলে মন করা হয়। আর্থিক সকল সংকট কেটে যাবে মায়ের কৃপায়। জ্যোতিষ মতে, মা লক্ষ্মীর কৃপা পেলে সকল সংকট দূর হবে। তাই সকল বাধা কাটাতে শুক্রবার সন্ধ্যায় দেবীর কৃপা করুন। সকলে এক সঙ্গে দেবীর আরাধনা করলে উন্নতি ঘটবে।

 

310

ভুবনেশ্বরী দেবীর মন্ত্র জপ করুন প্রতি শুক্রবার। জীবনের সকল বাধা কেটে যাবে মায়ের কৃপায়। আর্থিক সংকট থেকে পারিবারিক অশান্তি দূর হবে ভুবনেশ্বরী দেবী কৃপা পেলে। প্রতি শুক্রবার মায়ের মন্ত্র জপ করুন। সকালে স্নান সেরে পরিষ্কার পোশাক পরিধান করুন। তারপর মায়ের মন্ত্র জপ করুন। এতে উপকার পাবেন।  

 

410

প্রতি শুক্রবার সন্ধ্যায় ঘিয়ে প্রদীপ জ্বালান। ১২টি শুক্রবার পর পর এই টোটকা মেনে চলুন। বাড়ির মূল দরজার দুপাশে প্রদীপ রাখুন। প্রবেশ দ্বারে প্রদীপ রাখলে আর্থিক সংকট কেটে যাবে। জ্যোতিষ মতে, মা লক্ষ্মী মূল প্রবেশ দ্বার দিয়ে আসেন। তাই এই স্থানে ঘি-এর প্রদীপ রাখলে মায়ের কৃপা পাবেন।

 

510

শুক্রবার ভুলেও কারও থেকে ধার নেবেন না। কারও থেকে অর্থ ছাড়া বিনামূল্যে কিছু নেবেন না। এদিন বিনামূল্যে কিছু নিলে আর্থিক ক্ষতি হয়। এই দিন ধার নেওয়ার জন্য মোটেও শুভ নয়। এতে হতে পারে অমঙ্গল। এমনকী, শুক্রবার কারও থেকে বিনামূল্যে কিছু নিলে বাড়তে পারে ঋণের বোঝা। 

 

610

কোনও শুভ কাজে যাওয়ার আগে উপযুক্ত রঙের পোশাক বেছে নিন। পোশাকে রঙ আপনার ভাগ্য পরিবর্তনে সাহায্য করবে। শাস্ত্র মতে, সাদা বা হালকা নীল পোশাক করুন শুক্রবার। এই রঙের পোশাক পরে কোনও পরীক্ষায় গেলে ফল ভালো হবে। এমনকী, চাকরির পরীক্ষা দিতে যাওয়ার সময় এই রঙের পোশাক পরতে পারেন। 

 

710

শাস্ত্র মতে, শুক্রবার সবুজ শাক ও ভাত না খাওয়াই ভালো। এদিন ফলাহার  করতে পারে। শাস্ত্র মতে, শুক্রবার ভাত খাওয়া থেকে বিরত থাকলে পরিবারের সকলের মঙ্গল হয়। এই দিন অনেকে নির্দিষ্ট দেব দেবীর পুজো করেন। সে ক্ষেত্রে চেষ্টা করুন ভাত না খেতে। ফল, সাবু কিংবা লুচি খেতে পারেন।    

 

810

পরিবারের সকলের মঙ্গলের জন্য শুক্রবার মেনে চলতে পারেন একটি টোটকা। শাস্ত্র মতে, সাতটি শিখা বিশিষ্ট প্রদীপ শুভ। এই প্রদীপ রাখলে সকল দুর্ভোগ কেটে যায়। সূর্যাস্তের পর ঈশান কোণে সাতটি শিখা বিশিষ্ট প্রদীপ রাখুন। সকল আর্থিক অনটন দূর হবে। শাস্ত্র মতে, এই টোটকা মেনে চললে উপকৃত হবেন। 

 

910

গাড়ি, গয়না কেনার জন্য শুভ দিন হল শুক্রবার। এই দিন কিছু কিনলে সম্পত্তি বৃদ্ধি হবে। শাস্ত্র মতে, যে কোনও শুভ কাজে সফল হবেন। তাই সকল বাধা কাটাতে, আর্থিক উন্নতি করতে, আর্থিক বৃদ্ধি ঘটাতে মেনে চলতে পারেন এই সকল টোটকা। প্রতি শুক্রবার এই জ্যোতিষ টোটকা মেনে চললে সফল হবেন।

1010

যে কোনও কাজ সফল হতে শুক্রবার দইয়ের টোটকা মেনে চলুন। আজ কোনও শুভ কাজে যাওয়ার থাকলে দই খেয়ে যান। এই দিনটি ক্ষেত্রে দই খুবই শুভ বলে গণ্য হয়। তাই শুক্রবার দই খেয়ে কোনও কাজে গেলে সফল হবেন। এমনকী, আজ কোনও ভ্রমণের পরিকল্পনা থাকলে দই খেয়ে বাড়ি থেকে বের হন। 

 

 

Share this Photo Gallery
click me!

Latest Videos