আর্থিক (Finance) বৃদ্ধি ঘটাতে, সুস্বাস্থ্য লাভ করতে, পরিবারের সকলের উন্নতি অনেকাংশে নির্ভর করে বাস্তু শাস্ত্রের ওপর। শাস্ত্র মতে, বাস্তুদোষ থাকলে তা সকল উন্নতিতে বাধা দেয়। এমনকী, শারীরিক সমস্যা (Health Problem) হতে পারে এই বাস্তুদোষে। সুস্বাস্থ্য বজায় রাখতে খাবার খাওয়ার সময় মেনে চলতে হবে বাস্তু টোটকা।