বাচ্চার বিছানার প্রভাব পড়ে তার মানসিকতার ওপর। বাচ্চার বিছানা কেমন হবে, তা তৈরি করুন বাস্তু মেনে। অনেক সময় ছোট খাটে শোওয়ার ব্যবস্থা করেন বাচ্চাদের। এটা করা উচিত নয়। এমন খাটে তাকে শোওয়া যেন, তার পা বেরিয়ে না যায়। বাচ্চার বিছানা যেন বড় হয়, সেদিকে খেয়াল রাখুন।