চারিদিকে যেন পুজো পুজো রব। মাঝে মধ্যে ঝমঝমিয়ে আসা বৃষ্টি পুজোর আনন্দে ব্যঘাত ঘটালেও, মাঝে মধ্যে পরিষ্কার আকাশ জানান দিচ্ছে পুজো আসছে। তিথি অনুসারে এবার মা দুর্গা আসছে আগেই। অক্টোবরের শুরুতে পালিত হবে দুর্গোৎসব। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে দুর্গোৎসবের সূচনা পর্ব। খুঁটি পুজো তো অনেক আগেই হয়ে গিয়েছে, তেমনই জন্মাষ্টমীর শুভ তিথিতে অনেক বনেদি বাড়িতে সম্পন্ন হয়েছে কাঠামো পুজো। এখন প্রস্তুতি চলছে জোড় কদমে। প্রতি বছর উৎসবের সূচনা হয় গণেশ পুজো দিয়ে। আর এবার মাত্র কদিনেক অপেক্ষা। কদিন পরেই দেশবাসী মাতবেন গণেশের আরাধনায়। পুজোর আগে দেখে নিন দেখুন গণেশের সেরা ১৫ ছবি।