বিঘ্নরাজ- ভগবান গণেশের অন্যতম জনপ্রিয় অবতার, বিঘ্নরাজ সমস্ত বাধা দূরকারী হিসেবে পরিচিত। ভগবান গণেশ, এই অবতারে বিশ্বাস করা হয় যে আমাদের সাফল্যের পথে নিয়ে যায়। শাস্ত্র মতে, এই সময় দেবতার আরাধনা করলে জীবনের সকল অশান্তি দূর হবে। তাই এই বছর নিষ্ঠার সঙ্গে দেবতার আরাধনা করুন।