বাড়িতে অনেকেরই কুকুর কিংবা বিড়াল পোষার ইচ্ছে থাকে। আবার অনেকে অ্যাকোরিয়াম দিয়ে ঘর সাজান। কিন্তু, মিথুন রাশির ছেলে মেয়েরা ভুলেও মাছ পুষবেন না। এমনকী, কোনও পশু না পোষা ভালো এই রাশির জন্য। এতে জীবনে বাধা আসতে পারে। পোষ্য মিথুন রাশির জন্য শুভ নয়। এবার থেকে মেনে চলুন এই টোটকা।