রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি। বুধ গ্রহের জাতক হলেন মিথুন। সাধারণত এই রাশির ছেলে মেয়ের চরিত্র খুবই রহস্যজনক হয়। প্রথম দেখায় এদের সঙ্গে ধারণা তৈরি করা বেশ কঠিন। দীর্ঘদিন ধরে মেলামেশার করার পরই এদের সম্পর্কে ধারণা স্পষ্ট হবে আপনার। নির্ভীক ও আত্মবিশ্বাসী হন মিথুন রাশির ছেলে মেয়ার। যে কোনও পরিবেশে এরা সহজে মানিয়ে নিতে পারেন। নতুন পরিবেশ, নতুন মানুষের সঙ্গেও মেলামেশা করতে পারেন। খোলা মেলা স্বভাবের জন্য অনেকেই এদের পছন্দ করেন। আজ টোটকা রইল মিথুন রাশির জন্য। এবার থেকে মিথুন রাশির ছেলে মেয়েরা মেনে চলুন এই বিশেষ টোটকা। এতে জীবনের সকল কাজে হবেন। কেটে যাবে জীবনের সকল কঠিন সময়। জেনে নিন কী কী করবেন।