মোহন ভোগ নিবেদন করতে পারেন শ্রীকৃষ্ণকে। এই মোহন ভোগ তৈরি করতে প্রয়োজন সুজি, চিনি, দুধ, জল, ঘি, কিশমিশ, তেজপাতা, এলাচ গুঁড়ো, জাফরান এবং কাজু। একটি পাত্রে দুধ নিন। তা গরম হতে দিন। এবার তাতে চিনি, জল, এলাচ গুঁড়ো ও জাফরান দিন। চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।