একই ক্লাসে পড়েন আপনি ও রিয়া। কলেজের প্রথম দিন থেকে তাঁকে পছন্দ আপনার। কিন্তু, কীভাবে ইমপ্রেস (Impress) করবেন ভেবে পাচ্ছেন না। যদি মনের মানুষের রাশি হয় মিথুন (Gemini), তা হলে মেনে চলতে পারেন এই টোটকা। মিথুন রাশির ছেলে ও মেয়েকে ডেট করলে মেনে চলুন কয়টি জিনিস। এই টোটকায় প্রেম গাঢ় হবে।