যদি বাথরুমটি বসার ঘর বা বেডরুমের সঙ্গে এটাচ থাকে তবে তার রঙটি বাস্তু অনুসারে হওয়া উচিত। সেই অনুযায়ী বাথরুমে আকাশী, ক্রিম রঙের মতো হালকা রং ব্যবহার করুন। আপনি যদি টাইলস লাগিয়ে থাকেন, তাহলে মনে রাখবেন সেগুলোও যেন হালকা রঙের হয়। বাথরুমে একেবারেই কালো টাইলস লাগাবেন না।