আগামী বছরে কাটিয়ে উঠুন কর্মক্ষেত্রের সমস্ত বাধা, সাফল্য পেতে মনে রাখুন এই বিষয়গুলি

কোনও মানুষই সাফল্যের জাদু কাঠি নিয়ে জন্মায় না। জীবনে সফল হওয়ার এক এবং অন্যতম জাদুকাঠি হল পরিশ্রম। যদি এই জাদুকাঠি আপনার কাছে থেকে থাকে তবে জীবনে সফল হতে আপনাকে আটকায় কার সাধ্য। পরিশ্রম ভাগ্যের প্রসূতি। কঠোর পরিশ্রমের ফলে সব কিছু অর্জন করা সম্ভব। কর্মের মাধ্যমে মানুষ তার ভাগ্য গড়ে তোলে। আর এই পরিশ্রমই সৌভাগ্য নিয়ে আসে মানব জীবনে। তাই কর্মক্ষেত্রে উন্নতির জন্য মেনে চলুন এই ঘরোয়া প্রতিকারগুলি। 

Deblina Dey | Published : Dec 22, 2020 11:13 AM
17
আগামী বছরে কাটিয়ে উঠুন কর্মক্ষেত্রের সমস্ত বাধা, সাফল্য পেতে মনে রাখুন এই বিষয়গুলি

রাহুর অশুভ প্রভাবে যদি চাকরির উন্নতিতে বাধা হয় তাহলে আটার তৈরি কোনও খাওয়ার মাছকে খাওয়ালে, দোষ কেটে যায়।

27

কেতুর প্রভাবে চাকরিতে সমস্যার সৃষ্টি হয় তবে কালো কুকুর-কে খাওয়ালে সেই দষ কেটে যায়। 

37

শনি গ্রহের প্রভাবে চাকরিতে সমস্যার সৃষ্টি হয়, তাহলে দুঃস্থ মানুষকে দান করুন, সমস্যা কেটে যাবে। 

47

চন্দ্রের কুপ্রভাবে চাকরিতে সমস্যার সৃষ্টি হলে, দুধ ও গঙ্গাজল মিশিয়ে শিবলিঙ্গে ঢালুন প্রতিদিন।

57

শুক্র গ্রহের সমস্যার ফলে যদি চাকরিতে সমস্যার সৃষ্টি হয় তাহলে কাজে যাওয়ার আগে গুরুজনদের প্রণাম করে তবে বাইরে যান। 

67

বুধ গ্রহের কারণে সমস্যার সৃষ্টি হলে সাধ্য মতো রুপোর গয়না দান করতে হবে। 

77

বৃহস্পতির প্রভাব চাকরির ক্ষেত্রে পড়ে, তাহলে গরুকে খাওয়াক খাওয়ালে গ্রহের কুপ্রভাব কেটে যায়। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos