জ্যোতিষ শাস্ত্র অনুসারে, লতা মঙ্গেশকরের চন্দ্র রাশি ছিল কর্কট। নক্ষত্র ছিল অশ্লেষা। গায়কার সূর্য রাশি (পশ্চিম) ছিল তুলা রাশি। সূর্য রাশি (ভারতীয়) ছিল কন্যা রাশি। জন্মকুণ্ডলী অনুসারে বুধের দশায় জন্ম হয়েছিল লতা মঙ্গেশকরের। তাঁর পরই তাঁর পরিবারের শ্রীবৃদ্ধি হয়।