মাহামারীর আবহেই মা আসছেন! ইতিমধ্যেই পুজো পুজো রব ছড়িয়ে পড়েছে বাংলায়। তবে করোনার গ্রাস থেকে এখনও মুক্তি পাইনি আমরা। তাই এই বছরে শপিং থেকে প্যান্ডেল হপিং-এর প্ল্যান রয়ে গিয়েছে মনে মনেই। কারণ পরিস্থিতি কেমন থাকবে তা একমাত্র মা-ই জানেন। এই একটি বিষয়ে বাঙালির আবেগ সবচেয়ে বেশি জড়িয়ে থাকে। সারা বছর পরিবার ছেড়ে বিদেশে থাকা মানুষটিও, এই বিশেষ সময়ে পরিবারের সঙ্গে কাটানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। ২০২০ সালের দুর্গাপুজো নির্ঘন্ট দেখে নিন এক নজরে-