Published : Sep 14, 2020, 11:43 AM ISTUpdated : Sep 14, 2020, 11:46 AM IST
শিশুর জন্মের স্থানীয় সময়ে চন্দ্র যে রাশিতে থাকে সে রাশিকে শিশুর জন্মরাশি বলে। তবে রাশি অনুযায়ী জেনে নেওয়া যাক কোন রাশি কতটা পরিশ্রম করার ক্ষমতা রাখে।কোনও মানুষই সাফল্যের জাদু কাঠি নিয়ে জন্মায় না। জীবনে সফল হওয়ার এক এবং অন্যতম জাদুকাঠি হল পরিশ্রম। যদি এই জাদুকাঠি আপনার কাছে থেকে থাকে তবে জীবনে সফল হতে আপনাকে আটকায় কার সাধ্য। পরিশ্রম ভাগ্যের প্রসূতি। কঠোর পরিশ্রমের ফলে সব কিছু অর্জন করা সম্ভব। কর্মের মাধ্যমে মানুষ তার ভাগ্য গড়ে তোলে। আর এই পরিশ্রমই সৌভাগ্য নিয়ে আসে মানব জীবনে। জ্যোতিষশাস্ত্র মতে, একজন মানুষ কতটা পরিশ্রমী হতে পারে বা কতটা কঠোর পরিশ্রম করতে পারে তা সেই ব্যক্তির রাশি অনুযায়ী অনুমান করা সম্ভব। জেনে নেওয়া যাক কোন রাশি কতটা পরিশ্রমী-