কতটা পরিশ্রমী আপনি, কতটা কাজ করার ক্ষমতা আছে আপনার, জেনে নিন রাশি অনুযায়ী

শিশুর জন্মের স্থানীয় সময়ে চন্দ্র যে রাশিতে থাকে সে রাশিকে শিশুর জন্মরাশি বলে। তবে রাশি অনুযায়ী জেনে নেওয়া যাক কোন রাশি কতটা পরিশ্রম করার ক্ষমতা রাখে।কোনও মানুষই সাফল্যের জাদু কাঠি নিয়ে জন্মায় না। জীবনে সফল হওয়ার এক এবং অন্যতম জাদুকাঠি হল পরিশ্রম। যদি এই জাদুকাঠি আপনার কাছে থেকে থাকে তবে জীবনে সফল হতে আপনাকে আটকায় কার সাধ্য। পরিশ্রম ভাগ্যের প্রসূতি। কঠোর পরিশ্রমের ফলে সব কিছু অর্জন করা সম্ভব। কর্মের মাধ্যমে মানুষ তার ভাগ্য গড়ে তোলে। আর এই পরিশ্রমই সৌভাগ্য নিয়ে আসে মানব জীবনে। জ্যোতিষশাস্ত্র মতে, একজন মানুষ কতটা পরিশ্রমী হতে পারে বা কতটা কঠোর পরিশ্রম করতে পারে তা সেই ব্যক্তির রাশি অনুযায়ী অনুমান করা সম্ভব। জেনে নেওয়া যাক কোন রাশি কতটা পরিশ্রমী-

deblina dey | Published : Sep 14, 2020 6:13 AM IST / Updated: Sep 14 2020, 11:46 AM IST
112
কতটা পরিশ্রমী আপনি, কতটা কাজ করার ক্ষমতা আছে আপনার, জেনে নিন রাশি অনুযায়ী

মেষ-  এই রাশি বিলাসবহুল জীবন-যাপন পছন্দ করেন। সেই সঙ্গে নিজেদের লক্ষ্য পূরণ করার জন্য পরিশ্রম করতেও সক্ষম।  

212

বৃষ-  এই রাশি সবার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করে তবে পরিশ্রম করার আগে বহুবার ভেবে নেয়।

312

মিথুন- এই রাশির বহুমুখী প্রতিভা রয়েছে, তবে এরা খুব অল্প সময়ের জন্য পরিশ্রমের কাজ করতে পারেন।

412

কর্কট- এই রাশি নিজ ইচ্ছের রিরুদ্ধে কাজ করতে পছন্দ করেন না। তবে ইচ্ছে থাকলে কঠোর পরিশ্রমও করতে পারেন।   

512

সিংহ-  এই রাশি ভালবাসার প্রতীক। মনের মত কাজ হলে তার জন্য কঠোর পরিশ্রম করতে প্রস্তুত।

612

কন্যা-  এই রাশি পরিশ্রমের কাজ করতে পছন্দ করেন না, খুব দ্রুতই এরা বিরক্ত হয়ে যান।

712

তুলা-  এই রাশি দ্রুত পরাজয় স্বীকার করে নেন। ফলে এদের জীবনে সাফল্যে লাভ করতে অনেক সময় লাগে।

812

বৃশ্চিক- এই রাশি অনেক চিন্তা ভাবনা করে তবে কাজ করেন। তাই অনেক সময় ভালো সুযোগ হাতছাড়া হয়ে যায়।

912

ধনু-  এই রাশি একটু কুঁড়ে প্রকৃতির। এরা পরিশ্রমের কাজ একদম পছন্দ করেন না।

1012

মকর-  এই রাশি অত্যন্ত পরিশ্রমী, সব কাজ এরা নিঁখুতভাবে করতে ভালোবাসেন।

1112

কুম্ভ-  এই রাশি সব সময় নিজেদের স্বপ্ন পূরণ করতে চেষ্টা করেন। এরা কখনই পরিশ্রমের কাজ করতে ভয় পান না।   

1212

মীন-  এই রাশি নিজেকে মোটিভেট করতে খুব ভালবাসেন। তাই নিজের লক্ষ্য পূরণ না হওয়া অবধি এঁরা থামেন না।  

Share this Photo Gallery
click me!

Latest Videos