উচ্চাকাঙ্খী, পরিশ্রমি, স্পষ্ট বক্তা ও শৌখিন স্বভাবের হয় সিংহ রাশির মেয়েরা। তাই এদের সঙ্গে প্রেম করার আগে, জেনে নিন আপনার মানসিকতার সঙ্গে এগুলোর মিল আছে কি না। সম্পর্কের শুরুতেই জেনে নিলে পরে সমস্যায় পড়বেন না। জ্যোতিষ মতে, আপনি যদি বৃশ্চিক, মীন অথবা মেষ রাশির জাতক হন, তাহলে সিংহ রাশির মেয়ের সঙ্গে সুখী থাকবেন।