ত্রেতাযুগ থেকে আজ পর্যন্ত সীতার দেওয়া অভিশাপ বয়ে চলেছেন এই চারজন

শিরোনাম পড়ে বিশ্বাস নাও হতে পারে। কিন্তু এটা সত্যি ঘটনা। ত্রেতাযুগের এক অপরাধের জন্য যে চারজনকে অভিশাপ দিয়েছিলেন সীতা, সেই অভিশাপের ভার আজও বয়ে চলেছে সেই চারজন। বর্তমান যুগেও এঁরা সেই অভিশাপের জীবনই কাটাচ্ছে। 

Parna Sengupta | Published : Sep 3, 2021 7:31 PM / Updated: Sep 03 2021, 07:36 PM IST
110
ত্রেতাযুগ থেকে আজ পর্যন্ত সীতার দেওয়া অভিশাপ বয়ে চলেছেন এই চারজন

সীতার নামে মিথ্যে কথা বলায় তিনি অভিশাপ দিয়েছিলেন চারজনকে। এক ব্রাহ্মণ, একটি নদী, একটি কাক ও একটি গরুকে অভিশাপ দিয়েছিলেন সীতা। 

210

কী মিথ্যে বলেছিল এরা? রামায়ণ বলে, রাজা দশরথের মৃত্যু হলে তার দুই পুত্র রাম ও লক্ষণ পিণ্ডদানের জন্য সমস্ত সরঞ্জাম সংগ্রহ করতে গিয়েছিলেন। এরপর অনেকটা সময় পেরিয়ে যায়।

310

তাঁদের ফিরতে দেরী হওয়ার কারণে পিন্ডদান করেন সীতা নিজে। সেযুগে মেয়েদের পিন্ডদানের বিধি ছিল না। তাই চারজনকে সাক্ষী রাখেন তিনি। 

410

সমস্ত বিধি-বিধান মেনে তাঁর স্বর্গীয় শ্বশুর রাজা দশরথের পিণ্ডদান করে ছিলেন সীতা, যার সাক্ষী ছিল এক ব্রাহ্মণ, একটি নদী, এক গরু ও একটি কাক। 

510

এরপর রাম-লক্ষ্মণ ফিরে এসে দেখেন পিন্ডদানের কাজ সমাপ্ত। তাঁরা বিস্মিত হয়ে সব ঘটনা জানতে সীতা বলেন সমস্ত বিধি-বিধান মেনে এই কাজ সম্পন্ন হয়েছে। এটা শুনে রাম বিশ্বাস করতে না চাইলে সীতা ওই চারজনের কথা বলেন, যারা পিণ্ডদানের সময় সাক্ষী ছিলেন।

610

কিন্তু রামের সামনে তখন ওই চারজনই অস্বীকার করেছিলেন সীতার পিন্ডদানের কথা। এই ঘটনায় সীতা রেগে গিয়ে বলেন, তাঁর দেওয়া অভিশাপ চিরকাল তাদের বয়ে বেড়াতে হবে।

710

ব্রাহ্মণকে অভিশাপ দিয়ে সীতা বলেন, পূজা অর্চনার পরে যা কিছু অনুদান পাবে তা দিয়ে কখনো দারিদ্র ঘুচবে না, এমনকি কোন আশাও পূরণ হবে না পুরোহিতের।

810

এরপর সীতা ফল্গু নদীকে অভিশাপ দিয়ে বলেন, এই নদীর মধ্য দিয়ে কখনো জল প্রভাবিত হবে না, এই ভাবেই তাকে সারা জীবন কাঁদতে হবে। এই নদী সারাবছর শুকনো থাকবে এমনকি বর্ষাকালেও খরা দেখা দেবে। 

910

কাককে অভিশাপ দেন সীতা। বলেন কখনোই তোমরা পেট পুরে খেতে পারবে না, যা কিছু খাবে তা মারামারি করেই খেতে হবে। আজও কাকেরা পেট ভরে খেতে পায়না।

1010

গরুকে অভিশাপ দিয়ে বলেন, প্রতিটি বাড়িতে তোমার পূজা হলেও সেই বাড়ির সকল মানুষের এঁটো খাবার খেতে হবে। আজও তাই হয়ে আসছে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos