ব্যক্তিগত সম্পর্ক সুখের হোক, তা সকলেরই কাম্য।প্রেম জীবন সুখের হলে বজায় থাকে মানসিক শান্তি। দাম্পত্য কিংবা প্রেমের ক্ষেত্রে দিন কেমন কাটবে তা সকলেই আগে থেকে জানতে আগ্রহী। সম্পর্ক ভালো থাকলে মেলে মানসিক শান্তি, এর শুভ প্রভাব পড়ে সর্বক্ষেত্রে। তবে, জানেন কী আপনার দাম্পত্য জীবন কিংবা প্রেম কেমন কাটবে তা অনেকাংশে নির্ভর করে গ্রহের ওপর। গ্রহের পরিবর্তনের ফলে রাশিতে প্রভাব ফলে। সেই অনুসারে প্রেম জীবনে ভালো ও খারাপ উভয় সময় শুরু হয়। আর তা গণনা করা হয় জ্যোতিষ শাস্ত্রে। শাস্ত্র মতে, আজ জেনে নিন কার দিন ভালো কাটবে। কার প্রেম জীবন হবে সুখের, কার পড়বে বিপদের মুখে। রইল প্রেমের রাশিফল।