দেবীপক্ষে কোন রত্ন বদলাতে পারে আপনার ভাগ্য, জেনে নিন রাশি অনুযায়ী

জ্যোতিষশাস্ত্র বলছে সঠিক নিয়মে গ্রহ-নক্ষত্র অনুযায়ী রত্ন ধারণ করলে ফিরতে পারে আপনার ভাগ্যও৷ তবে এই রত্ন ধারণের বিষয়ে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলা জরুরি। না হলে রত্ন ধারণের উপযুক্ত ফল পাওয়া যায় না। আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে। আমাদের জীবনের এই সমস্যাগুলোকে সহজেই কাটিয়ে ওঠার জন্য জ্যোতিষীরা নানান রত্ন ধারণের পরামর্শ দেন।  জ্যোতিষশাস্ত্র মতে জেনে নিন কোন রাশির জন্য কোন রত্ন উপযুক্ত। অর্থাৎ দুর্গা পুজোর সময়ে রাশি অনুযায়ী কোন রত্ন ধারণ করলে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে।

deblina dey | Published : Oct 10, 2020 10:17 PM IST
112
দেবীপক্ষে কোন রত্ন বদলাতে পারে আপনার ভাগ্য, জেনে নিন রাশি অনুযায়ী

দুর্গা পুজোর সময়ে বৃষ রাশি পান্না ধারণ করলে শুভ ফল পাবে।

212

দুর্গা পুজোর সময়ে কন্যা রাশি মুক্তো ধারণ করলে শুভ ফল লাভ করবে।
 

312

দুর্গা পুজোর সময়ে কুম্ভ রাশির জন্য অত্যন্ত শুভ রত্ন হল ফিরোজা রত্ন।
 

412

দুর্গা পুজোর সময়ে মিথুন রাশির জন্য উপযুক্ত রত্ন হল মুক্তো।

512

দুর্গা পুজোর সময়ে বৃশ্চিক রাশি পোখরাজ ধারণ করলে শুভ ফল লাভ করবে।
 

612

দুর্গা পুজোর সময়ে মেষ রাশির জন্য অত্যন্ত শুভ রত্ন হল হীরে।

712

দুর্গা পুজোর সময়ে মীন রাশি পদ্ম নীলা রত্ন ধারণ করলে শুভ ফল লাভ করবে।

812

দুর্গা পুজোর সময়ে ধনু রাশির জন্য অত্যন্ত শুভ রত্ন হল ফিরোজা রত্ন।

912

দুর্গা পুজোর সময়ে কর্কট রাশি চুনী ধারণ করলে শুভ ফল লাভ করবে।

1012

দুর্গা পুজোর সময়ে তুলা রাশির জন্য অত্যন্ত শুভ রত্ন হল ওপ্যাল বা গিরিব্রজ রত্ন।
 

1112

দুর্গা পুজোর সময়ে মকর রাশি তামড়ি ধারণ করলে শুভ ফল লাভ করবে।

1212

দুর্গা পুজোর সময়ে সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ রত্ন হল গোমেদ।

Share this Photo Gallery
click me!

Latest Videos